January 12, 2026, 3:24 am
সংবাদ শিরোনাম
ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা রাজনগরের ফতেপুরে কুশিয়ারা নদীর তাণ্ডব, বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর অবৈধ লেনদেন শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র আজ রবিবার সন্ধ্যা বংগবন্ধুর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে বিশ্বম্ভরপুরে ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার। বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার; আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার ঢাকা উত্তরের মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তাড়াশে সরকারি চাল অবৈধভাবে ক্রয়- বিক্রয় করতে নিষেধ করায় দীপ্ত টিভির সাংবাদিক লা‌ঞ্ছিত 

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্রদের জন্য ভিডব্লিউবি (ভি‌জিডি) সরকারি চাল বিতর‌ণের সময়  প্রকাশ্যে দিবালোকে  অবৈধভাবে ক্রয় ও বিক্রয় করতে নিষেধ করায় ও ভিডিও  ধারণ করায়  দীপ্ত টেলিভিশন ও খবরের কাগজের  সাংবাদিককে মারধর ও  লাঞ্ছিত করেছে শাহেদ,আরিফ ও আশিক নামে একদল চাল সিন্ডিকেট সন্ত্রাসী বাহিনী ।

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) দুপু‌রে তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ  ইউনিয়ন প‌রিষদে এমন ঘ‌টেছে।

দুষ্কৃতকারীদের হলেন, উপজেলার দোবিলা গ্রামের মৃত খোকার ছেলে সাহেদ আলী তার ছেলে আরিফুল আরেক ছেলে আশিক। এই সময় তাদের হাতে দেশীয় ও ধারালো অস্ত্র দেখা যায়।

লা‌ঞ্ছিত হওয়া সাংবা‌দিক হ‌লেন- সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য দীপ্ত টেলিভিশন, খবরের কাগজ, দ্যা এশিয়ান  এইজের জেলা প্রতি‌নি‌ধি ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দি ডেইলি স্কাইয়ের নির্বাহী সম্পাদক সিরাজুল ইসলাম শিশির।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদের সামনে থেকে  হতদরিদ্রের জন্য ভিডব্লিউবি বরাদ্দকৃত ৩০কেজি  ভিজিডি চাল উপকারভোগীদের কাছে কম দামে কিনছিল চালের ব্যাপারী সাহেদ। এ সময় সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির তাকে সরকারি চাল  ক্রয় করতে নিষেধ করলে এক পর্যায়ে সাহেদ  ক্ষিপ্ত হয়ে উঠে । এ সময় তার ছেলে আরিফ, আশিকসহ আরো কয়েকজনকে দেশীয় অস্ত্রশস্ত্রসস ঐ সাংবাদিকদের উপর হামলা করে তাকে লাঞ্ছিত ও মারধর করে আঘাত করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয়রা উদ্ধার করে নিরাপত্তা জায়গায় নিয়ে যায়। পরে ঐ সাংবাদিককে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এ দিকে এ ঘটনার এক‌টি ভি‌ডিও ফু‌টে‌জ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেই ভিডিওতে  দেখা যায়, মাগুড়া বিনোদ ইউনিয়ন প‌রিষ‌দের বারান্দায় সামনে চাল সিন্ডিকেট ব্যাপারী সাহেদ তার ছেলে আরিফ ও আশিকসহ কয়েকজন সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ সাংবা‌দিক‌দের ওপর চড়াও হচ্ছেন এবং অকথ‌্য ভাষায় গা‌লিগালাজ ক‌রতে দেখা যায়। এক পর্যা‌য়ে প‌রিষ‌দের বারান্দা থে‌কে ধাক্কা দি‌য়ে ভিতরে ঢুকে দীপ্ত টেলিভিশ‌ন ও খবরের কাগজের সাংবাদিককে লাঞ্ছিত করে  নি‌চে ফে‌লে দেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে‌ছেন, সিরাজগঞ্জ প্রেসক্লা‌ব, তাড়াশ প্রেসক্লাবসহ বিভিন্ন  সাংবা‌দিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ ।

ঘটনার সময় সাংবা‌দিক‌দের ওপরও হামলা ক‌রে তাদের কা‌ছে থাকা এক‌টি ক‌্যা‌মেরা ও নগদ টাকা ছি‌নি‌য়ে নেওয়ার অভি‌যোগ ক‌রে‌ছেন দীপ্ত টেলিভিশন ও খবরের কাগজের জেলা প্রতি‌নি‌ধি সিরাজুল ইসলাম শিশির এবং তিনি এ বিষ‌য়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে  ভুক্তভোগী সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির বলেন, সামন্য সরকারি চাল ক্রয় ও বিক্রয় করতে নিষেধ করায় একজন সাংবাদিকের যদি এ পরিস্থিতিতে পড়তে হয়। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই সকল চাল সিন্ডিকেট সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি তার শাস্তি দাবি করছি, তাকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

এর আগেও চালের ব্যাপারি শাহেদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চাল নিতে আসা উপকারভোগীদের সাথে খারাপ ব্যবহার, অসাধ আচারণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর সাথে  আরো কয়েকজন দুষ্কৃতিকারীরা জড়িত রয়েছে বলে জানা গেছে। সাহেদ নিজেকে ওয়ার্ড বিএনপির বড় নেতা বলে পরিচয় দিয়ে বেড়ায় বলে, জানা গেছে।

এ বিষয়ে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন,  সাংবাদিকদের সাথে যে আচরণ ও বাজে ব্যবহার করা হয়েছে খুবই ন্যাক্কারজনক ঘটনা। এ বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি । দ্রুত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

(ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে দীপ্ত টেলিভিশন ও খবরের কাগজের সাংবাদিকদের উপড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসেন শাহেদ বাহিনী)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com