আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জরে তাড়াশে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য অংশী স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষার্থীদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত সনগইপাড়া খেলনা সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন, অংশীর অন্যতম উপদেষ্টা রয়টার্স পদকপ্রাপ্ত সাবেক সাংবাদিক রফিকুর রহমান।
এ সময় তিনি বলেন, এই পাঠশালাটি সুবিধাবঞ্চিত শিশুদের জীবন পরিবর্তনের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করা। আমি মনে করি অজোপাড়া গ্রামের এ শিশুরা বিভিন্ন সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের চরিত্র গঠন করতে পারবে যা শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং সমাজের জন্যেও কল্যাণ বয়ে আনবে। এছাড়াও নতুন প্রজন্মকে আনন্দ পূর্ণ করে গড়ে তোলা। ঝরে পড়া রোধ করা এবং শিশুদের স্বপ্ন দেখিয়ে বড় করে তোলা। বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাস মুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলা।
অংশী স্বপ্নজয়ী পাঠশালার পরিচালক কবি-সাংবাদিক হাদিউল হৃদয়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অংশীর প্রতিষ্ঠাতা সভাপতি কথাসাহিত্যিক শ্যামলী খান, অংশীর সাধারণ সম্পাদক কবি শাহিদা ইসলাম, নারী উদ্যোক্তা শিউলী মাহবুব, শিক্ষক ঋতুপন্না প্রমূখ।
পরে অংশী স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষার্থীর মাঝে খেলনা সামগ্রী চকলেট ও বিস্কুট উপহার দেয়া হয়।
আলহাজ্ব সরকার টুটুল
তাড়াশ-সিরাজগঞ্জ।
তাং ২৯-১০-২৫ ইং
01774238061