January 11, 2026, 10:37 pm
সংবাদ শিরোনাম
রাজনগরের ফতেপুরে কুশিয়ারা নদীর তাণ্ডব, বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর অবৈধ লেনদেন শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র আজ রবিবার সন্ধ্যা বংগবন্ধুর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে বিশ্বম্ভরপুরে ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার। বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার; আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার ঢাকা উত্তরের মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গোদাগাড়ীতে বিএনপি ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল তাহিরপুরে স্ত্রীর সংবাদ সম্মেলন

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এনায়েতপুরে বিএনপির আনন্দ মিছিল প্রফেসর ড. এম এ মুহিতের সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহারে নেতাকর্মীদের উচ্ছ্বাস

সাত্তার আব্বাসী, চৌহালী প্রতিনিধি :

চৌহালীর এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই আয়োজনের পেছনে ছিল সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জনপ্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রফেসর ড. এম এ মুহিতের সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে আয়োজিত হয় এই আনন্দ মিছিল।

বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৪টার দিকে এনায়েতপুর হাট খোলা চত্বর থেকে শুরু হয়ে কেজির মোড় পর্যন্ত দীর্ঘ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে এই আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার এবং সঞ্চালনায় ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক আঃ সালাম। বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সালেহ আহম্মেদ জামিল, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন ইমন এবং থানা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুক্তার হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের নেতা রবিউল সরকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউসুফ আলী জয়, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোনাউল্লা সরকার, যুবদলের নেতা হাসিবুর রহমান ফরিদ, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল সরকার, ছাত্রদল নেতা মোঃ আবু তালেবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীরা বলেন, প্রফেসর ড. এম এ মুহিত শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি এই অঞ্চলে বিএনপির আদর্শিক নেতৃত্বের প্রতীক। তাঁর সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার প্রমাণ করে, দলের শীর্ষ নেতৃত্ব এখনও ত্যাগী, আদর্শিক ও পরীক্ষিত নেতাদের যথাযথ সম্মান দিতে জানেন।

তাঁরা আরও বলেন, প্রফেসর মুহিতের মতো নেতৃত্বকে পুনরায় দলে স্বমর্যাদায় ফিরিয়ে আনার সিদ্ধান্তে শুধু একটি ব্যাক্তি নয়, বরং গোটা তৃণমূল পর্যায়ে আশা ও আস্থার নতুন সূচনা হয়েছে। এটি বিএনপির নেতৃত্বে তারেক রহমানের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং সংগঠন পুনর্গঠনের প্রতি আন্তরিক অঙ্গীকারেরই প্রকাশ।

নেতাকর্মীরা বলেন, এই সিদ্ধান্তে প্রমাণ হয়েছে যে বিএনপি এখন আরও সচেতন ও সংগঠিত হয়ে আগামীর রাজনীতিতে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাঁরা দলের প্রতি অবিচল আস্থার কথা পুনর্ব্যক্ত করে বলেন, ভবিষ্যতের যে কোনো আন্দোলন-সংগ্রামে তাঁরা আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে দলীয় ঐক্য ও আদর্শিক দৃঢ়তায় উজ্জীবিত হয়ে নেতাকর্মীরা প্রফেসর ড. এম এ মুহিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাত্তার আব্বাসী
২২.০৫.২০২৫ইং।
০১৭১১৪৭৫৭৫২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com