রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭ নম্বর দেওপাড়া ইউনিয়নের পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে আয়োজিত এই জানাজায় শত শত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজায় অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেন। অনেককে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ের প্রশ্নে তিনি আজীবন দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার ইন্তেকালে বিএনপি পরিবারসহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে।
গায়েবানা জানাজা শেষে বিএনপির নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।