January 11, 2026, 9:20 am
সংবাদ শিরোনাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার ঢাকা উত্তরের মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গোদাগাড়ীতে বিএনপি ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল তাহিরপুরে স্ত্রীর সংবাদ সম্মেলন সভাপতি রেজাউল সম্পাদক শেফাইল ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান ভুরুঙ্গামারীতে এসডিএফ’র পোশাক উৎপাদন কেন্দ্র পরিদর্শন সিরাজুল আলম খানের ৮৫তম জন্মদিনে সিরাজুল আলম খানের রাজনীতি ও রাষ্ট্রভাবনা’ নিয়ে আলোচনা সিরাজুল আলম খানের তত্ত্বেই আছে ভবিষ্যতের বাংলাদেশ: আবু সাঈদ খান গরিবের বন্ধু — মোঃ সামছুল হক* রিপোর্টার জেলা পতিনিধি : মো: রুমন আলী নরসিংদী জেলা ছাত্রলীগের সেক্রেটারি শাহ জালাল আহমেদ শাওন দুবাই যাওয়ার পথে গ্রেফতার।

দিনাজপুরের কাহারোলে এসএসএস-এর ৮৪০তম শাখার উদ্বোধন: ১ম দিনই মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:

​মানবিক সেবার ব্রত নিয়ে দিনাজপুরের কাহারোলে যাত্রা শুরু করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)। সোমবার (৩০ ডিসেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির ৮৪০তম এই শাখার শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। শাখাটি এসএসএস-এর দিনাজপুর জোনের দিনাজপুর এরিয়ার অন্তর্ভুক্ত হয়েছে।

​উদ্বোধনী ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন এসএসএস-এর ঋণ বিভাগের যুগ্ম পরিচালক জনাব স. ম. ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার জনাব শাহিন মাহমুদ।
​এরিয়া ম্যানেজার জনাব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জোন হিসাব কর্মকর্তা ​জনাব অরুণ কুমার, শাখা ব্যবস্হাপক জনাব ইয়াসির আরাফাত এবং ​এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শাখার সদস্য ও অভিভাবকবৃন্দ।

​বর্তমানে উত্তরাঞ্চলে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ সংলগ্ন এলাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এসএসএস কর্তৃপক্ষ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। এদিন ঋণ বিতরণের পাশাপাশি প্রত্যেক সদস্যের হাতে একটি করে উন্নতমানের কম্বল তুলে দেওয়া হয়। ঋণ গ্রহণের দিনে এমন উপহার পেয়ে সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

​উপকারভোগী সদস্যরা বলেন, “এর আগে অনেক সংস্থায় কাজ করেছি, কিন্তু সদস্য হওয়ার দিনই কেউ আমাদের শীতবস্ত্র দেয়নি। এসএসএস-এর এই মানবিকতায় আমরা সত্যিই মুগ্ধ।”

​প্রধান অতিথির বক্তব্যে জনাব স. ম. ইয়াহিয়া বলেন, “এসএসএস কেবল একটি ঋণদানকারী প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্পূর্ণ মানবিক প্রতিষ্ঠান। আমরা মানুষের অর্থনৈতিক মুক্তির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন সহায়তা নিয়ে সবসময় সাধারণ মানুষের পাশে থাকি।”
​জোনাল ম্যানেজার জনাব শাহিন মাহমুদ জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাহারোল শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসএসএস-এর বহুমুখী সেবা এখন থেকে এই অঞ্চলের মানুষ হাতের নাগালেই পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com