ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর আসনে বিএনপির পক্ষ থেকে মনোনিত দুইজন নেতাই মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। গত ৩ ডিসেম্বর দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই তিনি নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন।
অপরদিকে, একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল রাত নয়টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২৭ ডিসেম্বরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে সুনামগঞ্জ–১ আসনের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
এদিকে একই আসনে বিএনপির দুই নেতার মনোনয়ন দাখিল নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা মুখি আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত কে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা ও কৌতূহল বিরাজ করছে।
উভয় নেতাই নিজেদেরকে বি এন পির মনোনিত ধানের শীষের প্রার্থী দাবী করছেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৮ জন প্রার্থী। তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই শুরু হবে। আগামী ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম চলবে