বিভাগীয় ব্যুরো রাজশাহী
রাজশাহীতে মহানগর দায়রা জজের ভাড়া বাসায় ঢুকে এক ব্যক্তির ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ডাবতলা এলাকার একটি বহুতল ভবনের ওই বাসায় এই হামলা হয়।
হাসপাতালে নেওয়ার পর জজের ছেলে তাওসিফ মারা যায়। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীও আহত হয়েছে এবং পুলিশ পাহারায় চিকিৎসা নিচ্ছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ির লিমন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে বিচারকের স্ত্রীর পরিচয়কে ব্যবহার করে টাকা নিত। টাকা দেওয়া বন্ধ হলে তিনি নানা ভাবে চাপ দেওয়া ও ব্ল্যাকমেইল শুরু করেন।
ঘটনার দিন লিমন বিচারকের স্ত্রীর ছোট ভাই পরিচয়ে বাসায় ঢোকে। কথা কাটাকাটির এক পর্যায়ে সে ছুরি বের করলে বিচারকের স্ত্রী প্রাণ বাঁচাতে রুমে ঢুকে দরজা বন্ধ করেন। লিমন দরজা ভেঙে ভেতরে ঢোকার পর তাওসিফ মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। একই সঙ্গে বিচারকের স্ত্রীকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। ধস্তাধস্তির সময় লিমন নিজেও আহত হয়।

স্থানীয়রা আহতদের রামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করেছে। হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক লিমনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন।