বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিএনপি মনোনয়ন নিয়ে বিরোধকে কেন্দ্র করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ চলাকালে এক ছাত্রদল নেতা দগ্ধ হয়েছেন। সোমবার বিকেলে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর তাকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভের একপর্যায়ে টায়ারে আগুন ধরানোর সময় আচমকা আগুন শহিদুলের শরীরে ছড়িয়ে পড়ে। তিনি দগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন ও দৌড়াতে থাকেন। পরে সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে তার শরীরের পোশাক খুলে আগুন নেভানোর চেষ্টা করেন।
স্থানীয় সূত্র জানায়, শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে মনোনয়ন না দিয়ে বিএনপি কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে অস্থিরের সমর্থকরা মহাসড়কে বিক্ষোভে নামে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, নাসির হোসেন অস্থির এ আসনে দীর্ঘদিন ধরে দলের জন্য সংগঠনকে শক্তিশালী করেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অন্যকে মনোনয়ন দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন,এ আসনে মনোনয়ন পাওয়ার জন্য আমি দীর্ঘদিন মাঠে ছিলাম। দল সিদ্ধান্ত দিয়েছে, সম্মান করি। তবে সমর্থকরা ক্ষোভে বিক্ষোভ করেছে। বিক্ষোভের সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুল দুর্ঘটনায় আগুনে দগ্ধ হয়। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।