নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক এলাকা থেকে হেরোইনসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের অন্তর্গত সাফিনা পার্ক থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।