গোদাগাড়ীতে বিএনপি ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল, গোদাগাড়ী উপজেলা শাখার উদ্যোগে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) গোদাগাড়ী উপজেলার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন সাহেবের বাসভবনের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গোদাগাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মাসুদ রানা’র সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী-তানোর আসনে বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী নুরুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর উদ্দিন বাবু, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ শামীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মুফতি মিজানুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা খালিদ হোসেন, মাওলানা নাসিরুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব রাজীব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাউসার, ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ আহসান হাফিজ।
এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।