সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারী ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কুড়িগ্রাম জেলা জামায়াত ইসলামের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা শামছুজ্জামান, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, বিজিবি কমান্ডার, চর ভুরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সি: সহ সভাপতি এফ কে আশিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রুকুনুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা রোধ, সীমান্তে চোরাচালান বন্ধ ও মাদক নির্মূলের উপর গুরুত্বারোপ করে বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য সকলের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।