স্টাফ রিপোর্টার মোঃ আমির হোসেন।
নতুন বছরের আগমনে সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক অনলাইন পত্রিকা দৈনিক হালচাল নিউজ, নিউজ বাংলা, এম এইচ ২৪ ও ট্রাস্ট নিউজ–সহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমের
দৈনিক মুক্তি বদ্ধ মুক্ত কলম চাঁদপুরের ভালোর সাথে-আলোর পথ আলো তাড়াশ টাইমস দৈনিক প্রতিবাদ রোজ টিভি ইউকে প্রমথ আলো পতাকা ২৪.কম
দৈনিক জাগ্রত কণ্ঠ দৈনিক সৃষ্টি নিউজ দৈনিক দিন যায় কথা থাকে প্রমথ আলোএক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর যেন দেশ ও জাতির জীবনে বয়ে আনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। পুরোনো বছরের সব দুঃখ, গ্লানি ও হতাশা পেছনে ফেলে নতুন বছরে সবাই যেন সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনযাপন করতে পারে—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশার মাধ্যমে সমাজের সত্য তুলে ধরতে এবং মানুষের ন্যায্য অধিকার রক্ষায় তিনি ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যেতে চান। নতুন বছরে গণমাধ্যমকর্মীদের প্রতি আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
মো. আমির হোসেন দেশবাসীর উদ্দেশে বলেন, নতুন বছর আমাদের জীবনে মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করবে। বিশেষ করে তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার জনগণের সুখ-সমৃদ্ধি ও সার্বিক উন্নতি কামনা করেন তিনি।
শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন—নতুন বছর যেন বাংলাদেশসহ সমগ্র বিশ্বকে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পথে এগিয়ে নেয়।