আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স.ম আফসার আলী, সদ্য সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব বারিক খন্দকার, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সবুবসহ গণমাধ্যমকর্মীরা।