January 11, 2026, 9:27 am
সংবাদ শিরোনাম
বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার; আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার ঢাকা উত্তরের মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গোদাগাড়ীতে বিএনপি ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল তাহিরপুরে স্ত্রীর সংবাদ সম্মেলন সভাপতি রেজাউল সম্পাদক শেফাইল ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান ভুরুঙ্গামারীতে এসডিএফ’র পোশাক উৎপাদন কেন্দ্র পরিদর্শন সিরাজুল আলম খানের ৮৫তম জন্মদিনে সিরাজুল আলম খানের রাজনীতি ও রাষ্ট্রভাবনা’ নিয়ে আলোচনা সিরাজুল আলম খানের তত্ত্বেই আছে ভবিষ্যতের বাংলাদেশ: আবু সাঈদ খান গরিবের বন্ধু — মোঃ সামছুল হক* রিপোর্টার জেলা পতিনিধি : মো: রুমন আলী

ভূমি সেবা সপ্তাহে আস্থা ও সংযোগের আলো, চৌহালীতে শেষ হলো সচেতনতামূলক অনন্য আয়োজন

সাত্তার আব্বাসী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

ভূমি শুধু জমি নয়, এটি মানুষের জন্ম, জীবিকা ও অধিকারের অবিচ্ছেদ্য অংশ। সেই ভূমির সেবায় এক মানবিক প্রয়াস ‘ভূমি সেবা সপ্তাহ’, যা এবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় রূপ নিয়েছে সচেতনতা ও সেবার এক আলোকমেলায়।

২৭ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার সমাপনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা উজ্জ্বল ভূঁইয়া, প্রবীণ শিক্ষক মজনু মাস্টার, স্থানীয় সাংবাদিক, সেবাগ্রহীতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সমাপনী আয়োজনটি শুধু একটি কর্মসূচির সমাপ্তি নয়; বরং এটি প্রশাসন ও জনগণের মাঝে আস্থার এক নতুন সেতুবন্ধন নির্মাণের উপলক্ষ হয়ে ওঠে।

ভূমি অফিসের সেবা ক্যাম্পগুলোতে সাধারণ জনগণকে নামজারি, ই-নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর পরিশোধের পদ্ধতি, বকেয়া করের পরিণতি, মামলা প্রক্রিয়া, খাস জমি উদ্ধার ও সরকারি খালের জায়গা দখলমুক্ত রাখার গুরুত্ব বিষয়ে সরাসরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়।

অনেক অংশগ্রহণকারীই বলেন, আগে যেখানে ভূমি সেবা মানেই ছিল হয়রানি ও জটিলতা, সেখানে এখনকার সেবা পদ্ধতি অনেক বেশি স্বচ্ছ, সহজ ও মানবিক।

উল্লেখযোগ্যভাবে, এ সেবা ক্যাম্প ও প্রচার কার্যক্রম শুধু উপজেলা পর্যায়ে সীমাবদ্ধ ছিল না; বরং ইউনিয়ন পর্যায়েও সেবার সম্প্রসারণ করা হয়, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সরাসরি উপকৃত হন।

সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতা নতুন প্রজন্মের মাঝে ভূমি অধিকারের বিষয়ে শিক্ষা ও আগ্রহ সঞ্চার করেছে।

এই সেবা সপ্তাহ যেন প্রমাণ করে দিয়েছে—প্রশাসনের আন্তরিকতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে সরকারি সেবাও হয়ে উঠতে পারে আস্থার প্রতীক।

চৌহালীবাসীর হৃদয়ে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়ে শেষ হলো এই ভূমি সেবা সপ্তাহ।

সাত্তার আব্বাসী
২৭.০৫.২০২৫ ইং।
০১৭১১৪৭৫৭৫২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com