সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জয়মনিরহাট ক্লাস্টারের ছোটখাটামারী হাজিপাড়া পোশাক উৎপাদনকারী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর কুড়িগ্রাম জেলা কর্মকর্তারা।
মঙ্গলবার (০৬ জানুয়ারী) দুপুরে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায়, এসডিএফ কুড়িগ্রামের সহযোগিতায় রিলাই হাজিপাড়া পোশাক উৎপাদনকারী মহিলা সমবায় সমতির আয়োজনে কেন্দ্র পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কুড়িগ্রামের জেলার জেলা ব্যবস্হাপক জনাব মোঃ শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা ( আইসিবি) ছামছুননাহার, জেলা কর্মকর্তা ( যুব ও কর্মসংস্হান) অতিরিক্ত দায়িত্ব, জীবিকায়ন, জান্নাতুল ফেরদৌসী, জেলা কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) জাহাঙ্গীর আলম, জয়মনিরহাট ক্লাস্টারের সিএফ শিরিনা বেগম, ডাটা এন্ট্রি অপারেটর অশান্ত রায়।
বক্তারা বলেন, পোশাক উৎপাদনকারী দলের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য, আয়োজন ও সহযোগিতা করেছে এসডিএফ যার মাধ্যমে নারীরা পোশাক তৈরি করে বাজারজাত করে আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং পরিবারকে সাপোর্ট দিতে পারবে।
বক্তারা আরও বলেন, নারীদেরকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য এসডিএফ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যাতে করে বেকারত্ব দূর হয়, নারীরা স্বাবলম্বী হয়ে দক্ষ জনশক্তিতে নিজেকে রুপান্তরিত করতে পারে। এসডিএফ অসহায় দরিদ্র নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেয়ার তহবিল প্রদান করে, চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করে চলছে। মার্কেট লিংকেজেও সহযোগিতা করে যাচ্ছে। যাতে করে গ্রামীন নারীরা স্বাবলম্বী হয়ে তাদের আয় বাড়ানোর মাধ্যমে স্বচ্ছলতা ফিরিয়ে এনে সম্মানজনক জীবন যাপন করতে পারে।
এছাড়াও রিলাই হাজীপাড়া পোশাক উৎপাদনকারী মহিলা সমবায় সমতির নারী সদস্যরা নিজ উদ্যোগে পোশাক উৎপাদনের পাশাপাশি স্হানীয় বাজারের চাহিদা মেটানোর জন্য বাজারের ব্যাগ তৈরি করছে। এতে উক্ত সমতির ২০ জন সদস্য অংশগ্রহণ করে।