মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী
গোদাগাড়ী-তানোরে বিএনপি তাদের নতুন সমন্বিত উদ্যোগের আওতায় মিডিয়া ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে রিসার্চ ও মনিটরিং সেলের প্রধান মনোনীত হয়েছেন জনাব রেহান আসাদ রাতুল, যিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান মরহুম ড. আসাদুজ্জামান রবুর সুযোগ্য সন্তান।
গোদাগাড়ী-তানোরের স্থানীয় সমাজ ও রাজনৈতিক মহল জানায়, এই মনোনয়ন দলের গবেষণা, মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও জনমত মনিটরিংকে আরও কার্যকর করবে।
রেহান আসাদ রাতুল, ড. এম. এনামুল হক, মরহুম ব্যারিস্টার আমিনুল হক এবং মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন-এর মতো নেতাদের সমন্বয় স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয়রা রেহান আসাদ রাতুলকে নতুন দায়িত্বের জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তিনি দলের মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবেন।