আলহাজ্ব সরকার টুটুল সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৪৭টি পুজা মন্ডপের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিদর্শন করেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৪৭টি পূজা মন্ডপ পরিদর্শনকালে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান পুজা কমিটির সংশ্লিষ্টদের পুজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেন।
তাড়াশ পৌর শহরের শ্রী শ্রী গোবিন্দ বাড়ি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে ওসি জানান,শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীনউৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন,সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিতকরা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।
উল্লেখ্য এবার তাড়াশ উপজেলায় সম্ভাব্য ৪৭টি পুজা মণ্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন,সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিতকরা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।
উল্লেখ্য এবার তাড়াশ উপজেলায় সম্ভাব্য ৪৭টি পুজা মণ্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।