আলহাজ্ব সরকার টুটুল সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে তারাশ উপজেলার কৃতি সন্তান মোঃ আশিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ায় আশিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী, সহপাঠী ও এলাকাবাসী। তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন, তাঁর নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদল আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করবে।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আশিকুর রহমান বলেন, “ছাত্রদল আমার প্রেরণা ও শক্তি। সংগঠনের প্রতি আমার সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করে যাবো। সকলের সহযোগিতা পেলে কলেজ শাখা ছাত্রদলকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবো।”
এদিকে, নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেছেন, তরুণ প্রজন্মের যোগ্য প্রতিনিধিদের দায়িত্ব প্রদান ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
স্থানীয় রাজনৈতিক নেতারাও আশিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, তারাশ উপজেলার এই মেধাবী শিক্ষার্থী ও তরুণ নেতা ভবিষ্যতে রাজনীতিতে ইতিবাচক অবদান রাখবেন বলে তারা বিশ্বাস করেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের এই নবগঠিত কমিটি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।