বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
৬ নভেম্বর, ২০২৫ইং বৃহস্পতিবার
মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে স্কাউটিং-এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে পাঁচ দিনব্যাপী তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের তানোর মডেল উচ্চবিদ্যালয় ও তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কাব ক্যাম্পুরী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস তানোর উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক গোলাম রাব্বানী।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোরে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরির কমিশনার ও সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশির সহ অনেকে।
বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার সম্পাদক গোলাম রাব্বানী বলেন, পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে মোট ৩০টি কাব স্কাউটস্ দলের ১৮০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। যার মহা তাবু জলসা আগামী ৯ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে কাব ক্যাম্পুরি আয়োজন করা হয়েছে।