October 5, 2025, 8:03 am
সংবাদ শিরোনাম
রাজশাহীর কাটাখালী থেকে প্রায় ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩  Bangladesh Central Press Club (B.C.P.C) strongly condemns, protests, and expresses deep outrage over the brutal attack on eight journalists in Debidwar. Senior Journalist and Humanitarian Sohel Sarkar Elected President of International Human Rights Organization in Tangail আমীরে জামায়াতের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু তাড়াশে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন (ওসি) জিয়াউর রহমান তাড়াশে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে ইউএনও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নির্বাচিত গোদাগাড়ীর প্রেমতলীতে নৌকা ডুবে নিহতের ঘটনায় শোক প্রকাশ ও সহানুভূতি জানালেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন রংপুরে হাজির হাট থানা এলাকায় বাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে রিক্তা বেগমের সংবাদ সম্মেলন

অবৈধভাবে গ্যাসের ফাইভ লাইন বসিয়ে, অবৈধ কাজ করে,মহা তবিয়তে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ধাপিয়ে বেড়াচ্ছে। মেসার্স স্যালভেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কোং লিমিটেড এর মালিক মো:তৈমুর রহমান।

ডেক্স রিপোর্ট 

KGDCL এর তালিকাভুক্তি ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সেনভেশন ইঞ্জি এন্ড কোঃ লিঃ মালিক জনাব মোঃ তৈমুরের চট্টগ্রাম বিভিন্ন জায়গায় অবৈধভাবে গ্যাস লাইন স্থাপন করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া কোন ভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না।

উল্লেখ বিগত ০৫ বছর হইতে অধ্যাবধি KGDCL এর আওতাধীন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান যেমন বন্দরে দুটি এবং চুয়েট দুটি কার্যাদেশ পেয়ে ও KGDCL এর নিয়ম অনুযায়ী মালামালের ডিমান্ড নোট জমা করত কাজ সম্পূন্ন করার নিয়মের বাধ্যবাদকতা থাকা সত্বে ও অবৈধভাবে এই কাজগুলো সম্পাদন করে নিজে আর্থিকভাবে স্বচ্ছল হইলে ও কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

সর্বশেষ ০৯/০৯/২০২৫ ইং তারিখে বিসিআইসিআর ল্যাবরেটরি বালুছড়া কলোনীতে (নীতিমালা অনুযায়ী KGDCL এর সংশ্লিষ্ট ভান্ডার হইতে মালামাল উত্তোলনপূর্বক কাজ সম্পাদন করতে হয়) KGDCL এর মালামালের বিপরীতে KGDCL ইস্যুকৃত ডিমান্ড নোট পরিশোধ না করিয়া মাদারবাড়ী হইতে নিম্ন মানের মালামাল ক্রয় করিয়া কাজ শুরু করে যাহা সম্পূন্ন বেআইনী অবৈধ এবং বর্ণিত কাজ চলাকালীন সময় KGDCL এ সংশ্লিষ্ট ভিজিল্যান্স ডিপার্টমেন্ট এর লোকজন সাইডে গিয়ে হাতে নাতে কাজের মালামাল সহ ঠিকাদারের লোকজনকে ধরা হয়।

ঠিকাদারের লোকজনের স্বীকারউক্তি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকের নির্দেশ মোতাবেক আমরা কাজ করিতেছি, সেটা বৈধ কিংবা অবৈধ তা আমরা জানিনা, এত অবৈধ কাজ করার স্বত্বে ও আজকে অনেকদিন পর্যন্ত ঠিকাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে KGDCL কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন যথেষ্ট সন্দেহজনক।

তাই সরকারী রাজস্ব ও সিষ্টেমস লস রোধ করতে KGDCL এর সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ঠিকাদারের লাইসেন্স বাতিল করা সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহনে জ্বানালী মন্ত্রনালয় অতিস্বত্বর ব্যবস্থা গ্রহন না করলে চট্টগ্রামে গ্যাসের অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন