বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরকারি আব্দুল জব্বার কলেজ সংলগ্ন জেলা পরিষদ হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এড. মোঃ কাজী আজম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম খান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির মিয়া, বিএনপি’র নেতা মোঃ আকবর হোসেন মিয়া, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ দানিস চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, কলেজের শিক্ষক, কর্মচারীরা সহ শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ মোঃ ছোবাহান হাওলাদার
২২-৯-২০২৫