বোরহানউদ্দিন উপজেলায় হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ে ২০২৫ সালের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান পালন করা হয়।
মঙ্গলবার সকালে অত্র কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজেের প্রতিষ্ঠাতা ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
অত্র কলেজের অধ্যক্ষ মোঃ জাকারিয়া আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আযম, বিএনপি নেতা সমাজসেবক মোঃ ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খাঁন, জেলা বিএনপির সদস্য কাজী মঞ্জুর আলম ফিরোজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের সভাপতি মোঃ শিহাব উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম খাঁন ছাত্রদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার,বিএনপির উপজেলা, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি মোঃ ছোবাহান হাওলাদার
১৬-৯-২৫