শৈলকুপায় এবি পার্টির গণসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
আপডেট সময়:
Friday, September 12, 2025
/
53 বার দেখা
/
শেয়ার করুন
মোঃ আবু জাহিদ
ঝিনাইদহের শৈলকুপাতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতাকর্মীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা জুড়ে দলটির কেন্দ্রীয় কমিটির গণপরিবহণ ব্যবস্থাপনা সম্পাদক ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি শৈলকূপার ২৭ পল্লী টংবিলা শ্রী শ্রী গৌর গোবিন্দ মঠ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন, এছাড়াও সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনা শাসকের পরিবর্তন নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন। সেই চেতনাকে ধারণ করে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং রাজনৈতিক নেতৃত্ব হবে জনকল্যাণে নিবেদিত। এবি পার্টি সেই প্রত্যাশার জায়গা থেকেই বিকল্প নেতৃত্বের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির উপজেলা আহ্বায়ক মোঃ শাহীন আলম, সদস্য সচিব তাছের আহমেদসহ সংগঠনটির অসংখ্য নেতাকর্মী।