October 5, 2025, 1:15 pm
সংবাদ শিরোনাম
রাজশাহীর কাটাখালী থেকে প্রায় ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩  Bangladesh Central Press Club (B.C.P.C) strongly condemns, protests, and expresses deep outrage over the brutal attack on eight journalists in Debidwar. Senior Journalist and Humanitarian Sohel Sarkar Elected President of International Human Rights Organization in Tangail আমীরে জামায়াতের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু তাড়াশে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন (ওসি) জিয়াউর রহমান তাড়াশে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে ইউএনও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নির্বাচিত গোদাগাড়ীর প্রেমতলীতে নৌকা ডুবে নিহতের ঘটনায় শোক প্রকাশ ও সহানুভূতি জানালেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন রংপুরে হাজির হাট থানা এলাকায় বাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে রিক্তা বেগমের সংবাদ সম্মেলন

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে উপজেলা বিএনপি’র বিজয় মিছিল

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র আয়োজনে
বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট ; মঙ্গলবার সকালে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

 

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে বিজয় মিছিল টি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

 

বিজয় মিছিল শেষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে উত্তর বাসস্ট্যান্ডে শহীদদের স্মৃতির স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

 

এ সময় তিনি ৫ আগস্ট স্মরণ করে বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, শিক্ষার্থীদের অবদান এ জাতী চিরদিন স্মরণে রাখবে। তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে,যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি আরও বলেন, সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়, আমরা তাদের স্মরণ করব আজীবন।

 

এ সময় তিনি আরো বলেন,বোরহান উদ্দিন ও দৌলতখানে যারা শহীদ হয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, যারা আহত হয়েছে তাদেরও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি, আমরা তাদেরকে সকল প্রকার সহযোগিতা করব। তিনি আরো বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমানুষের দল,বিএনপি জনগণের কথা বলে,আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো বলে মন্তব্য করেন তিনি।

 

এ সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাসিম কাজী, মনজুরুল আলম ফিরোজ কাজী, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান লিটন, মোঃ শাহাবুদ্দিন বাচ্চু, মোঃ হুমায়ুন কবির পালোয়ান, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হেলাল মুন্সি, সদস্য সচিব মোঃ জাফর মৃধা প্রমূখ সহ নেতাকর্মীরা। এসময় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে নেতাকর্মীরা জড়ো হয়।
মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি
৫-৮-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন