January 11, 2026, 5:30 pm
সংবাদ শিরোনাম
বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর অবৈধ লেনদেন শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র আজ রবিবার সন্ধ্যা বংগবন্ধুর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে বিশ্বম্ভরপুরে ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার। বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার; আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার ঢাকা উত্তরের মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গোদাগাড়ীতে বিএনপি ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল তাহিরপুরে স্ত্রীর সংবাদ সম্মেলন সভাপতি রেজাউল সম্পাদক শেফাইল ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

তাহিরপুরে ইউএনও মানিকের নেতৃত্বে প্রকৃতি রক্ষায় অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার:

সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মেহেদী হাসান মানিক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এসব অভিযান পরিচালিত হচ্ছে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী,পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষার জন্যও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

২০২৫ সালের ১৭ আগস্ট তাহিরপুরে ইউএনও হিসেবে যোগদানের পর তিনি ৪১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৪টি মামলা দায়ের করেছেন,যার মধ্যে ৬০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং ২৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে।

এই পদক্ষেপের ফলে প্রশাসনের তৎপরতা দৃশ্যমান হলেও এখনো পুরোপুরি বন্ধ হয়নি যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন এবং টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ। শক্তিশালী স্বার্থান্বেষী চক্রের কারণে কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। তবুও ইউএনও মানিক প্রতিনিয়ত মাঠে থেকে এই চক্রগুলোকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় তরুণ মেহেদী হাসান লিমন বলেন,ইউএনও স্যার মাঠে থেকে লড়ছেন,বিজিবি,পুলিশ ও আনসার সদস্যরাও তাঁর সঙ্গে দিনরাত কাজ করছেন। তাহিরপুর এখন অনেক বদলে যাচ্ছে।

জনপ্রতিনিধি আলী আহমদ মুরাদ মন্তব্য করেন, স্বল্প সময়ে ইউএনও মানিক প্রশাসনের সক্রিয়তা বাড়িয়ে দিয়েছেন। তিনি প্রকৃতি রক্ষায় যে উদ্যোগ নিয়েছেন,তা প্রশংসনীয়।”

পরিবেশকর্মী সাংবাদিক আহম্মদ কবির বলেন,“টাঙ্গুয়ার হাওরে, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে অবৈধভাবে মৎস্য আহরণকারীরা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আগের চেয়ে অবৈধ মৎস্য আহরণ অনেকটাই কমেছে,উনি বলেন ইউএনও মানিকের কঠোর পদক্ষেপের ফল এটা।

ইউএনও মেহেদী হাসান মানিক বলেন,আমি রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমার দায়িত্ব। এতে হয়তো মাঝেমধ্যে আমাকে অনিচ্ছাকৃত ভাবেও কঠোর হতে হয়।টাঙ্গুয়ার হাওর ও যাদুকাটা নদী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ এই সম্পদ রক্ষার স্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।উনি বলেন যদি স্থানীয়রা সচেতন না হয় তাহলে এই সম্পদ রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।
স্থানীয়দের সচেতনতা আমাদের বড় শক্তি।

তাহিরপুরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় ইউএনও মানিকের এই উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন,প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকলে তাহিরপুর হবে বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের সফল উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com