সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল, কোনা জাল দিয়ে মাছ ধরার সময় ২৫ জেলেকে আটক করা হয়েছে। একেই সময়ে এছাড়াও প্রায় ১২হাজার মিটার কারেন্ট জাল,৪শত টি প্লাস্টিক চাই,৭ টি নৌকা জব্দ করা হয়।
সোমবার দুপুরে থেকে রাত ৮ টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওর এলাকায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন।
জানাগেছে,টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে
পুলিশ, আনসার সদস্যগণ, টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক ২৫ জনকে আটক করা হয়। এছাড়াও প্রায় ১২০০০ মিটার কারেন্ট জাল, ৪০০ টি প্লাস্টিক চাই, ০৭ টি নৌকা জব্দ করা হয়। পরে আটককৃত ২২ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ১০৬০০০( এক লক্ষ ছয় হাজার টাকা) জরিমানা করা হয়। এবং ৩ জনকে বয়স বিবেচনায় মুচলেকা গ্রহণ পূর্বক অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। জব্দকৃত জালসমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক জানান,হাওর এলাকার মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।