নাটোরে শহরতলীর দত্তপাড়ায় একই দিনে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের দুই পাশে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শিল্পপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমের অনুসারীরা তার বাসভবনের নিচতলায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল কাদের মিয়া, ব্যারিস্টার ইউসুফ আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
অন্যদিকে, মহাসড়কের অপর পাশে দত্তপাড়া বাজারে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বড়হরিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাস্টার। উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অনুসারীরা।
প্রায় আড়াইশো গজ দূরত্বে পাল্টাপাল্টি কর্মসূচি হওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সকাল থেকে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তা প্রতিহত করা জন্য প্রস্তুত ছিল পুলিশ।
এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। আবুল কাশেম বলেন, তারেক রহমানের কর্মসূচি নিয়ে এই প্রশিক্ষণ পূর্বঘোষিত ছিল। অথচ প্রতিদ্বন্দ্বী পক্ষ হঠাৎ পাল্টা কর্মসূচি দিয়েছে। যা দুঃখ্যজনক।
তবে দুলুপন্থি নেতা রফিকুল ইসলাম মাস্টার দাবি করেন, তারা স্থানীয় ওয়ার্ড কমিটির আমন্ত্রণে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। অন্য কারও কর্মসূচির ব্যাপারে তারা জানতেন না।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, একই এলাকায় দুই গ্রুপের আলাদা কর্মসূচি আয়োজন শোভনীয় নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।