নীলফামারী জেলা ডিমলার উপজেলাট বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এলাহী সরকার এর পুত্র মোঃ ইয়াকুব আলী সাদ্দাম এর একমাত্র ছেলে মোঃ ইউসুফ আলী (নাঈম) এর আজ ৩য় জন্মবার্ষিকী।
শুভ জন্মদিনের শুভেচ্ছা তোমাকে।
“আমাদের প্রিয় রাজপুত্র🤴”
তোমার জন্মদিনে আল্লাহ তোমাকে সুস্থতা, দীর্ঘায়ু দান করুন।
তোমার আগমনে আমাদের জীবন পরিবর্তিত হয়েছে, প্রতিটি দিন তোমার সঙ্গে কাটানোর মতো আনন্দের আর কিছু নেই। এই তিন বছর ধরে তুমি আমাদের হৃদয়ে আনন্দ এবং সুখের ঢেউ তুলেছ। তোমার প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য বিশেষ। মহান আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপে সুখ বর্ষণ করুক।
তোমার জন্মদিনে আল্লাহকে স্মরণ করে তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আল্লাহ তোমাকে সঠিক চরিত্রবান বান্দা হিসেবে গড়ে তুলুক। তুমি যেন একজন ঈমানদার আল্লাহ প্রেমিক হয়ে উঠো। তোমার জন্য রইল সকল শুভকামনা।
২০২২ সালের ৫ সেপ্টেম্বর মোঃ ইয়াকুব আলী ও নাজমিন আক্তার দম্পতির কোলজুড়ে জন্ম গ্রহণ করে মোঃ ইউসুফ আলী (নাঈম)। পিতা-মাতার স্বপ্ন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সন্তানকে নিয়োজিত করবেন।
শিশু মোঃ ইউসুফ আলী (নাঈম) এর জন্মদিন ঘিরে তার পরিবার আজ শুক্রবার জুমার নামাজের পরে মসজিদে দোয়ার আয়োজন করেছে। সেই সাথে অনলাইন ও অফলাইনে থাকা প্রিয়জনদের কাছ থেকে দোয়া কামনা করছেন।