ভুয়া এনএসআই( জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা)পরিচয় দিয়ে এক নার্সকে বিয়ে ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টিটন বিশ্বাস (২৫) নামে এক যুবককে সুনামগঞ্জের তাহিরপুর থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকার ফায়ার সার্ভিস ভবনের সামনে থেকে পুলিশ থাকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে,বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গোদিগাও গ্রামের মোঃ রুহুল আমিন এর মেয়ে ভুক্তভোগী। প্রায় দুই বছর আগে সুনামগঞ্জ শহরে পড়াশোনার সময় তার পরিচয় হয় টিটন বিশ্বাসের সাথে। তবে সে সময় টিটন নিজেকে আরাফাত হোসাইন নামে পরিচয় দিয়ে এনএসআই কর্মকর্তা দাবি করে। একপর্যায়ে সম্পর্ক গড়ে উঠলে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নোটারি পাবলিক সুনামগঞ্জে তাদের বিয়ে সম্পন্ন হয়।
পরবর্তীতে টিটন বিভিন্ন অজুহাতে তামান্না ও তার পরিবারের কাছ থেকে মোট ১৫ লাখ টাকা গ্রহণ করে। চাকরির সমস্যা সমাধান ও সংসার শুরু করার কথা বলে টাকা নিলেও দীর্ঘদিন যোগাযোগ বন্ধ রাখে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার প্রকৃত নাম টিটন বিশ্বাস। সে জেলার তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের মৃত সাধন বিশ্বাস এর ছেলে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, তাহিরপুর থানার এসআই শরীফুল ইসলাম ও তার টিম অভিযুক্ত টিটন বিশ্বাসকে থানায় নিয়ে আসেন। আটককৃত টিটন বিশ্বাসের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।