January 11, 2026, 5:24 pm
সংবাদ শিরোনাম
বানারীপাড়ায় ভূয়া লাইসেন্স দেখিয়ে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর অবৈধ লেনদেন শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র আজ রবিবার সন্ধ্যা বংগবন্ধুর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে বিশ্বম্ভরপুরে ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার। বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার; আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার ঢাকা উত্তরের মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গোদাগাড়ীতে বিএনপি ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল তাহিরপুরে স্ত্রীর সংবাদ সম্মেলন সভাপতি রেজাউল সম্পাদক শেফাইল ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেয়া হবে, আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে শুরু হলো টিআরসি নিয়োগ কার্যক্রম সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর কার্যক্রম আজ রবিবার (১০ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে শুরু হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নির্ধারিত সময় সকাল ৮টায় নিয়োগ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে মোট ১,০৫১ জন প্রার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে পুরুষ ৯২৬ জন এবং নারী ১২৫ জন। প্রার্থীদের শারীরিক মাপজোক ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৬৭২ জন উত্তীর্ণ হন, এর মধ্যে পুরুষ ৬৩৫ জন এবং নারী ৩৭ জন।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন। তার দক্ষ নেতৃত্ব ও নিবিড় তত্ত্বাবধানে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এআইজি, হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা) এ.এন.এম মারুফ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা) সুমন আহমেদ শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট জেলা) মো. শাহ আলম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকারসহ সুনামগঞ্জ সিভিল সার্জন মনোনীত মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভট্টাচার্য্য ও ডা. রাজেশ সিংহ মিথুন।

প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনের মাঠ পরীক্ষার প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে এবং প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকতে তিনি সবাইকে অনুরোধ জানান। এই ধরনের অনৈতিক কাজে জড়িত ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ার জন্য অযোগ্য বিবেচনা করা হবে বলে তিনি সতর্ক করেন। প্রার্থীদের আগামীকাল সকাল ৮টায় মাঠ পরীক্ষার অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার আহ্বান জানানো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com