সভাপতি রেজাউল সম্পাদক শেফাইল
ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা অনলাইন প্রেস ক্লাব অনুমোদিত এবং ঈদগাঁওয়ের অনলাইন সাংবাদিকদের একমাত্র প্লাটফর্ম "'ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব' এর দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মোঃ রেজাউল করিম। সভা পরিচালনা করেন সাংবাদিক শেফাইল উদ্দিন। এতে অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার ও শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন হাফেজ তৈয়ব জালাল, এম, শফিউল আলম আজাদ, এম, আবু হেনা সাগর, এম, ছরওয়ার সিফা, নাছির উদ্দীন পিন্টু, বশিরুজ্জামান, মোঃ আশফাক উদ্দিন আরফাত, সায়মন সরওয়ার কায়েম ও কাউছার উদ্দিন শরীফ।
শেষে প্রেস ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি নিম্নরূপঃ সভাপতি: মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি: হাফেজ তৈয়ব জালাল, সহ-সভাপতিঃ এম, শফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক: শেফাইল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক: এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক: বশিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক: নাছির উদ্দীন পিন্টু, অর্থ সম্পাদকঃ এম, ছরওয়ার সিফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সায়মন সরওয়ার কায়েম, নির্বাহী সদস্য: মোঃ আশফাক উদ্দিন আরফাত ও কাউছার উদ্দিন শরীফ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শীঘ্রই কমিটি সম্প্রসারণ করা হবে। আগ্রহী ও ইচ্ছুকদের নিয়ে কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে।
এতে বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। পেশাগত মান ও মর্যাদা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে। সংগঠনভুক্ত সকল সাংবাদিকদের সব ধরনের অনৈতিকতা ও নোংরামি পরিহার করতে হবে। উন্নয়নধর্মী ও ইতিবাচক সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও দশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩