আমির হোসাইন স্টাফ রিপোর্টার :
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন অটোরাইস মিল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুমনের সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাদল মিয়া, রাখাব উদ্দিন ও আবুল হুদা, আহ্বায়ক কমিটির সদস্য ইমদাদুর হুদা ও আমির শাহ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমান, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েম, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মাহবুব মল্লিকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, “বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে জাতি শোকাহত। তবে গণতন্ত্র পুনরুদ্ধার ও অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান ১৮ কোটি মানুষের হৃদয় থেকে কখনো মুছে যাবে না।”
তিনি আরও বলেন, “মাতা বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের অভিভাবক। তাঁর দেশ পরিচালনার সাহসী ও দূরদর্শী কর্মকাণ্ড জাতি চিরদিন স্মরণ করবে।”
আলহাজ্ব আনিসুল হক মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন তাঁর সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।” পাশাপাশি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবার ও বিএনপি পরিবারের সকলকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩