নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে হাফেজ মাওলানা মো. মাসুদ রানাকে আহ্বায়ক, হাফেজ মাওলানা মো. শামীম হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাফেজ মাওলানা মো. আহসান হাফিজকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
রাজশাহী জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দীন খান ও সদস্য সচিব মাওলানা কাজী মো. নুরুল আলমের যৌথ স্বাক্ষরে শনিবার (৩ জনুয়ারী) কমিটিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ সময় তাঁরা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহোদর ছোট ভাই, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব এবং বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ আরও জানান, নবগঠিত এই কমিটির মাধ্যমে গোদাগাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে গোদাগাড়ী উপজেলা ওলামা দলের প্রতিটি সদস্য সর্বস্তরে সক্রিয়ভাবে কাজ করে যাবেন-এমন প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় গোদাগাড়ী উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. আহসান হাফিজ সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩