মো মনোয়ার হোসেন সেলিম
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটি কর্তিক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ এ
ডিমলা উপজেলায় প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান- আল-ইযহার আইডিয়াল মাদ্রাসা।
আজ আল ইযহার আইডিয়াল মাদ্রাসার
বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।
স্হানঃ শুটিবাড়ী বাজার, গয়াবাড়ী, ডিমলা, নীলফমারী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ জনাব মোঃ জামাল উদ্দিন, সভাপতি, আল ইযহার আইডিয়াল মাদ্রাসা।
প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেনঃ জনাব মাওলানা মোঃ রোকনুজ্জান (বকুল), সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেনঃ জনাব মাওলানা মোঃ রেজাউল করিম ( মুকুল), আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী গয়াবাড়ী ইউনিয়ন শাখা,
জনাব মোঃ মাহাবুব আলম, সাবেক সভাপতি, গয়াবাড়ী ইউনিয়ন বিএনপি,
জনাব মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গয়াবাড়ী ইউনিয়ন শাখা,
জনাব হাফেজ ক্বারী মোঃ আমিনুর রহমান, প্রধান শিক্ষক, আল ইযহার আইডিয়াল মাদ্রাসা।
সঞ্চানালয়ঃ মাওলানা মোঃ রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক, আল ইযহার আইডিয়াল মাদ্রাসা।
আল ইযহার আইডিয়াল মাদ্রাসায় প্লে থেকে ৮ম শ্রেণী ও হিফজুল কুরআন বিভাগে পৃথক শাখায় ভর্তি চলছে।
যোগাযোগঃ আল ইযহার আইডিয়াল মাদ্রাসা অফিস কক্ষ শুটিবাড়ীর বাজার, গয়াবাড়ী, ডিমলা, নীলফামারী।
মোবাইল নং- 01773264960/ 01346545808/ 01885565665.
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩