
২২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ (সোমবার)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
আজ সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে মনোনয়ন পত্র উত্তলন করেন রাজশাহী -১ গোদাগাড়ী-তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নম্বর ৫২, রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ৩ নভেম্বর দলীয় ঘোষণার মাধ্যমে বিএনপি তাকে এ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়।
সোমবার (২২ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের নেতৃত্বে গোদাগাড়ী ও তানোর উপজেলার হাজারো বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিছিল নিয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।
মনোনয়নপত্র উত্তোলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই এবং এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হয়, তাহলে গোদাগাড়ী–তানোরের মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন—
১. গোদাগাড়ী–তানোরকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা
২. সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা
৩. চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করা
৪. পদ্মা নদীর বাঁধের পূর্ণাঙ্গ নির্মাণ
৫. বেকারত্ব দূর করতে শিল্পকারখানা স্থাপন
৬. কৃষকদের জন্য কৃষি কার্ড চালু
৭. হতদরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান
এছাড়াও এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান বৃদ্ধিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল মালেক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু,গোদাগাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান পাইলটসহ গোদাগাড়ী ও তানোর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নির্বাচনী মাঠে শক্ত অবস্থানের বার্তা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩