সিনিয়র স্টাফ রিপোর্টারঃ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের উদ্যোগে সামাজিক অপরাধ প্রতিরোধে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী থানা চত্বরে পুলিশ-জনগণের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা ও একটি নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদক, জুয়া, চুরি-ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং ও বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ এস এম মুক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের বক্তব্য শোনেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আনোয়ার হোসেন , সূরা ও কর্মপরিষদ সদস্য ফেরদৌস হোসাইন, সাবেক আমির মাওলানা রুহুল আমীন হামিদী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি এস এম মনিরুজ্জামান, বিএনপি নেতা আবুল হোসেন ব্যাপারী ও মোহাম্মদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রুকনুজ্জামান এবং ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, ইভটিজিং ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই ধারণা বাস্তবায়নের মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩