আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ফসলি জমিতে ঠিকাদার মোশারফ হোসেন অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ পেয়ে ইউএনও নুসরাত জাহান অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ঠিকাদারের তিন সহযোগীকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানকালে ঠিকাদার মোশারফ হোসেন তাৎক্ষণিকভাবে পুরো জরিমানার টাকা পরিশোধ করলে মুচলেকা নিয়ে তার তিন সহযোগীকে ছেড়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে ইউএনও নুসরাত জাহান বলেন, “অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই সহ্য করা হবে না। এতে একদিকে কৃষিজমি নষ্ট হয়, অন্যদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলহানি ও জনদুর্ভোগ বাড়ে। তাই যেখানেই এ ধরনের কার্যক্রম পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।”
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩