বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহীঃ
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানা এলাকায় কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে তার ফেলে যাওয়া স্প্রে মেশিন ও ব্যাগ থেকে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল ও কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় দামকুড়া থানা এলাকায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) চরমাজারদিয়া বিওপি’র একটি টহল দল এসব মাদক জব্দ করেন। বিজিবি জানায়, উত্তরপাড়া এলাকায় ধানক্ষেতের ভেতরে দীর্ঘ সময় অপেক্ষার একপর্যায়ে দেখা যায়—এক ব্যক্তি কৃষকের ছদ্মবেশে কাঁধে স্প্রে মেশিন নিয়ে জমির ভেতর দিয়ে টহল দলের দিকে এগিয়ে আসছে। সন্দেহজনকভাবে নিকটে এলে টহল দল তাকে ধরার চেষ্টা করে। এসময় সে স্প্রে মেশিন ও একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে তল্লাশি করে স্প্রে মেশিনের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং প্লাস্টিকের ব্যাগ থেকে ৪৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য এবং স্প্রে মেশিনসহ অন্যান্য মালামাল দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩