সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শাখার দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মো: মাসুম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো: মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু ও আলমগীর হোসেন, সদস্য নুরুন্নবী মিয়া ও ভুরুঙ্গামারী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস।
ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন বলেন, প্রচলিত লেজুড়বৃত্তিক রাজনীতির বাইরে নতুন পরিবর্তনের রাজনীতির মাধ্যমে ইনসাফভিত্তিক কল্যানমুখী আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সংগ্রামে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ও নাগরিক অধিকার আদায়ে আমাদের পাশে থাকবে। আসন্ন নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে এনসিপি'র শাপলা কলির জেগে ওঠা নতুন জোয়ারে তিনি ভালো ফলাফলের আশা করছেন। এজন্য দলের সকলকেই সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে জনগনের সাথে যোগাযোগ বাড়ানোর অনুরোধ করেন।
প্রায় সকল বক্তা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৫ কুড়িগ্রাম-১ আসনে মো: মাহফুজুল ইসলাম কিরনকে মনোনয়ন দেয়ার দাবি জানান এবং এনসিপির মনোনীত সম্ভাব্য প্রার্থী মাহফুজুল ইসলাম কিরনকে বিজয়ী করতে সকল কমিটির নেতা–কর্মীদের নিয়মিত নির্বাচনী জনসভা, পাড়া-মহল্লায় উঠান বৈঠক এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার উল্লেখ করেন এবং এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও মত বিনিময় সভায় ভুরুঙ্গামারী এনসিপি'র ২নং যুগ্ম সমন্বয়কারী মো: আবু শামিম, সদস্য শরিফুল ইসলাম, মিলু, উৎস, সানু সহ কুড়িগ্রাম জেলা কমিটি, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা, কচাকাটা থানাসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩