নিজস্ব প্রতিবেদক: খেলাধুলা ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়েই তরুণ প্রজন্মকে মাদকসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার।
৭ নভেম্বর (শুক্রবার) বগুড়া সদর উপজেলার ১৫নং ওয়ার্ডের পালশা পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ছোট বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরমান হোসেন ডলার বলেন,“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি যুব সমাজকে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের পথে এগিয়ে নিয়ে যায়। তরুণদের মাদক থেকে দূরে রেখে সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,
“যেসব পরিশ্রমী তরুণ ভাইয়েরা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন, তারা এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন এবং মাদকসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ইতিবাচক ভূমিকা রাখছেন। এটি অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন।
শেষে আরমান হোসেন ডলার অংশগ্রহণকারী সকল দলের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন,“আশা করি টুর্নামেন্টটি সুন্দর ও প্রাণবন্তভাবে সম্পন্ন হবে এবং খেলোয়াড়রা খেলাধুলার মনোভাব বজায় রাখবেন।”
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩