বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন।
তিনি প্রথমেই তাঁর প্রয়াত বাবা-মা ও মরহুম ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করে নির্বাচনী যাত্রার সূচনা করেন। এসময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।
আজ বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী - তানোর উপজেলার নেতাকর্মীদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন।
রাজশাহীর ৫২ নম্বর সংসদীয় আসন—গোদাগাড়ী ও তানোর উপজেলা ঘিরেই এবার তাঁর নির্বাচনী প্রস্তুতি। এলাকাবাসী মনে করছেন, একজন অভিজ্ঞ ও নিষ্ঠাবান নেতার নেতৃত্বে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও নেতার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩