নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর মিরপুর মডেল থানায় সাক্ষাৎকার নিতে গিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক শিহাব উদ্দিনকে আটক করার অভিযোগ উঠেছে। সংবাদ সংগ্রহের মতো পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে এভাবে হয়রানি করা ও আটক করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।
ঘটনাটি ঘটে ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। জানা যায়, এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার উল্লাস মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমনের সাক্ষাৎকার নিতে থানায় যান। সাক্ষাৎকার চলাকালীন হঠাৎ করেই সাংবাদিক শিহাব উদ্দিনকে থানার কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন উপস্থিত অন্যান্য সাংবাদিকরা।
সাংবাদিক নেতারা জানান, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সাংবিধানিক অধিকার এবং এটি পেশাগত দায়িত্বের অংশ। অথচ কর্তৃপক্ষের এমন আচরণ শুধু পেশাগত মর্যাদার অবমাননাই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক শিহাব উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে, এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সাংবাদিক নেতারা আরও বলেন,
“এ ধরনের বেআইনি হয়রানি গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩