আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ নসিমন গাড়িতে গরুবোঝাই করে চলাচলের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চালক কে জরিমানা ও গাড়ি দুটি জব্দ করেছে।
আজ মঙ্গলবার ( ৪ নভেম্বর) তাড়াশ পৌরসদরে এ ঘটনা ঘটে।
নসিমন গাড়ির চালকরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মৃত : মেহেরের ছেলে শফিকুল ইসলাম (৫৮) ও একই উপজেলার হাসঁমাড়ি গ্রামের বাসিন্দা মকবুল প্রামাণিকের ছেলে মোকলেসুর রহমান (৪২)।
তাদেরকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৯ এর ২ ধারা মোতাবেক একজন কে নগদ ১৫ শ টাকা ও অপরজন কে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
উপজেলা প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়, দীর্ঘ দিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার পার্শ্ববর্তী চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশ্য তাড়াশ পৌরসভার উপর দিয়ে বেপরোয়া গতিতে গরু বোঝাই অবৈধ নসিমন গাড়ি চলাচল করে থাকে।
সম্প্রতি এসব গাড়ি চাপায় ৫ জন নিহত হয়।
এতে করে বিক্ষুব্ধ হয়ে ওঠে তাড়াশের সচেতন মানুষ। তারা বিক্ষোভ মিছিল করে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেন।
এরপর থেকেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যবস্থা নিত মাঠে নামেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইন চার্জ( ওসি) মো: জিয়াউর রহমান বলেন, তাড়াশ পৌরসদর জনবহুল এলাকা। আমরা চালকদের বলেছি মান্নান নগর রোড দিয়ে বিকপ্ল পথে চলাচল করতে বলেছি। কিন্তু কেউ কেউ এসব নিষেধ তোয়াক্কা করছেনা।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, অবৈধ নসিমন চলাচলের অপরাধে দুজন কে জরিমানা মানা করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩