বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
০৪ নভেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাটে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় চারঘাটের ঐতিহ্যবাহী মাড়িয়া ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়েছে। এসময় চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি বলেন,“দেশে গণতন্ত্র আজ বিপন্ন, মানুষ এখনও স্বাধীন ভাবে কথা বলতে পারছে না, ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র চলছে। এক অদৃশ্য শক্তি দেশের রাজনীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই অদৃশ্য শক্তিকে মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল জনগণের আত্মমর্যাদা পুনরুদ্ধারের দিন। সেই দিনের চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সেই ঐক্যের চেতনা নিয়েই এগিয়ে যাব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাহান পান্না, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন ও রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন,গণতন্ত্র ফিরিয়ে আনার এই সংগ্রামে আমাদের ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। নেতাকর্মীদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে ব্যাক্তি মুখ্য না বিএনপি মনোনীত ধানের শীষর প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিজয়ের জন্য কাজ করতে হবে। ৭ই নভেম্বরের চেতনা ধারণ করেই আমাদের বর্তমান সংকট মোকাবিলা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফোকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বাঘা পৌর বিএনপির সাবেক নেতা মোঃ সুরুজ, মুকুল চারঘাট পৌর বিএনপির সভাপতি মমিনুল, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ, সাবেক যুবদল নেতা আলমগীর হোসেন, আব্দুস সালামসহ সভায় চারঘাট-বাঘা উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩