আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
তাড়াশে বিয়ের দাবি চাচার শালি, ভাতিজার বাড়িতে দুইদিন ধরে অনশন
বিয়ের দাবিতে চাচার শালি দুই দিন ধরে ভাতিজার বাড়িতে অবস্থান নিয়েছেন ভাগনি মুন্নি আক্তার (১৮)। তার উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক ভাতিজা সোহান হোসেন (২০)।
গত কাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালীয়া গ্রামের পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। ওই নারী সম্পর্কে চাচার আপন শালি। ভাতিজা সোহান হোসেন বোয়ালীয়া গ্রামের জাব্বার সরকারের ছেল।
স্থানীয়রা বলছেন, ভাতিজা ও ভাগনি মধ্যে প্রেমের সম্পর্ক আগে থেকেই চলে আসছে। উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ার সুবিধা কাজে লাগিয়ে তারা অনায়াসে যাতায়াত করত। এর আগেও জাব্বার সরকারের বাড়িতে বিয়ের দাবি তুলেছিলেন ওই নারী কিন্তু তাকে ফেরত পাঠানো হয়েছিল। এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান।
সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে নারী-পুরুষের ভিড় জমেছে। গণমাধ্যমকর্মীরা পৌঁছলে জাব্বার সরকারের পরিবারের লোকেরা কথা বলতে রাজি নন। আর ওই নারী এখনো বাড়িতে আছেন, কিন্তু কাউকে প্রবেশ বা কথা বলা নিষিদ্ধ করেছেন তার বাবা।
স্থানীয় এক লোকের সঙ্গে কথা হলে তিনি জানান, জাব্বার সরকারের গত রাত থেকে ওই বাড়িতে আছেন ভাগনি। ক্ষুব্ধ এলাকাবাসী ভাতিজার এমন কান্ড দেখে পরিবারের যাতায়াতের পথও বন্ধ করে দিয়েছেন তারা।
নাম প্রকাশে ইচ্ছুক এক ইউপি সদস্য জানান, মহিলার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, সম্পর্ক দের মাস ধরে। গত কাল মঙ্গলবার রাত থেকে বাড়িতে অবস্থান করছেন, কিন্তু ছেলেটি পালিয়ে গেছেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, আমি এখনো বিষয়টি জানি না। কেউ আমাকে অবহিত করেননি। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩