
মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী
গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভাস্থ হাটপাড়া ঘাটের উপর পদ্মা নদীর ধার হতে রাত ০৭:৪০ টায় একজন অবৈধ স্বর্ণ চোরাকারবারিকে ৫টি সোনার বার-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মোশারফ হোসেন (২০)। মোঃ মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বকচর গ্রামের মোঃ নাইমুল ইসলামের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:১৫ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন ব্যক্তি অবৈধভাবে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গোদাগাড়ীর হাটপাড়া ঘাটের উপরে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:৩০ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৭:৪০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ মোশারফ হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচায় গুজা অবস্থায় কালো কসটেপ দ্বারা মোড়ানো ৫টি সোনার বারের কাটা অংশ, যার ওজন ২৯৪.১৩ গ্রাম অবৈধ স্বর্ণ-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, স্বর্ণ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত স্বর্ণ চোরাকারবারি চক্রের ডাবলু ও জাহিদ নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্বর্ণ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতন অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ একটি মামলা রুজু হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩