নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট সারতাজ ডায়াগনস্টিক সেন্টারে আজ ১২ অক্টোবর ২০২৫, রবিবার দুপুরে এক বিস্ময়কর ঘটনার জন্ম হয়। সরজমিনে দেখা যায়,স্থানীয় সারতাজ ডায়াগনস্টিক সেন্টার এর ভিতরে দুপুর ১২টার দিকে এক অজানা প্রজাতির সাপ ধরা পড়ে এবং পরে সেটিকে মেরে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাপটিকে মারার কিছুক্ষণের মধ্যেই তার শরীরের রঙ পরিবর্তন হতে দেখা যায়। প্রথমে সাপটির গায়ের রঙ ধীরে ধীরে সিলভার বা রূপালী বর্ণ ধারণ করে, পরে মাথার অংশ কালো রঙে পরিণত হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং তা দেখতে ভিড় জমায় স্থানীয় জনতা।
স্থানীয় অনেকে একে রহস্যজনক সাপ বলেও মন্তব্য করেন। তবে এখনো পর্যন্ত সাপটির প্রজাতি বা এটি বিষাক্ত ছিল কি না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাণীবিদ বা বন বিভাগের সংশ্লিষ্টদের দ্রুত এসে সাপটির নমুনা পরীক্ষা করা এবং এর প্রজাতি শনাক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহলের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও কিছুটা শঙ্কা দেখা দিয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩