আলহাজ্ব সরকার টুটুল,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে যুবদল নেতা রাজিব আহমেদ মাসুম ও শুকুর মির্জা বিরুদ্ধে সুফলভোগীদের পুকুর দখলের মিথ্যা অভিযোগের
প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধ করেছেন সুফলভোগী সদস্যরা। বুধবার তাড়াশ মৎস্য অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে তাড়াশ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গুরপিপুল ছয়ঘাটি সুফলভোগী পুকুরের সভাপতি নিরেশ চন্দ্র দাস। তিনি বলেন,আমরা বৈধভাবে মৎস্য অফিস থেকে ডিসিআরের মাধ্যমে লিজ নিয়ে যুবদল নেতা মাসুম ও শুকুরের কাছে চাষাবাদ করতে দিয়েছি। কিন্তু কিছু দালাল শ্রেণীর লোক মিথ্যা গুজব ছড়িয়ে মানহানির চেষ্টা করতেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো জানান,আমরা আদিবাসী জনগোষ্ঠীর মানুষ আর্থিক সমস্যার কারনে পুকুরটি নিজেরা চাষ করতে পারিনাই তাই বিভিন্ন মাছ ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়ার কথা বললে যুবদল নেতা রাজিব আহমেদ মাসুম ও শুকুর মির্জা উপযুক্ত টাকা দিয়ে আমাদের থেকে লিজ নেন। কিন্তু তাদের রাজনৈতিক ভাবে সন্মানহানি করতে আমাদের সুফলভোগী পুকুরের সদস্য না এমন মানুষ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সন্মানহানির করতেছে যে তারা নাকি ক্ষুদ্র নৃ -গোষ্ঠী সুফলভোগীদের পুকুর দখলের চেষ্টা করছে যাহা সম্পুর্ন মিথ্যা আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এ সময় পুকুরটির সুফলভোগী সদস্য ক্ষুদ্রনৃগোষ্ঠির নারী পুরুষগণ উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩