
সুনামগঞ্জ জেলার প্রভাবশালী তাহিরপুর উপজেলার ভেতরে অবস্থিত যাদুকাটা নদীর বালুমহাল ২-এর দখলনামা আনুষ্ঠানিকভাবে ইজারাদার শাহ রুবেলকে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে তহশীলদার রুহুল আমিন সরজমিনে যাদুকাটা নদীর তীরে উপস্থিত ছিলেন এবং সেখানে ইজারাদারকে এই দখলনামা প্রদান করেন।
এই অনুষ্ঠানে তাহিরপুর বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, কয়লা আমদানিকারক সমিতির সভাপতি খসরুল আলম, যাদুকাটা ১-এর ইজারাদার নাছির উদ্দিন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাছির মিয়া ১৪৩২ বাংলা সনে যাদুকাটা ১ বালুমহল ইজারা নেন এবং শাহ রুবেল যাদুকাটা ২ বালুমহল এর ইজারা পান। বুধবার শাহ রুবেল ইজারামূল্য পরিশোধ করার পর তার হাতে দখলনামাটি তুলে দেয়া হয়।
তহশীলদার রুহুল আমিন জানিয়েছেন, যাদুকাটা ২ বালুমহাল ইজারাদারের জন্য নির্ধারিত সীমানার মধ্যে বালু উত্তোলনের অনুমতি রয়েছে এবং আইনি কোনো বাধা নেই। এদিকে, শাহ রুবেল মিয়া বলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধির মাধ্যমে বালুমহাল বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে, এখন বালু উত্তোলনের ক্ষেত্রে কোনো বাধা নেই।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান মানিক জানিয়েছেন, যাদুকাটা ২-এর ইজারাদারকে বালুমহাল বুঝিয়ে দেয়া হয়েছে, তবে যাদুকাটা ১-এর বিষয়েও এখনো কোনো নির্দেশনা গ্রহণ করা হয়নি। নির্দেশনা পেলে ইজারাদারকে তার সীমানা নির্ধারণ করে দেয়া হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩