
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ি এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে প্রবেশ করা ২৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের সদস্যরা শরীরের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের মাটিয়ারবন বিওপির মাধ্যমে সীমান্তের কড়াইবাড়ি এলাকা থেকে ৮টি এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা দক্ষিণ কলোনী এলাকার ১৫টি ভারতীয় গরু আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, আটককৃত ২৩টি গরুর মোট মূল্য প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা প্রায়। তাদের আটক করলেও ভারতীয় গরু চোরাচালানের সাথে যুক্ত কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতির কথা টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে গেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি সীমান্ত এলাকা থেকে ২৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে। এই গরুগুলো বর্তমানে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান বন্ধ রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩